
দেশ জয়ের পর এবার জনগণের মন জয়ে মগ্ন তা’লেবা’ন। পাশাপাশি বিশ্বের কাছেও নিজেদের ‘সম্প্রীতির ভাবমূর্তি’ তুলে ধরার চেষ্টা করছে তারা। কিন্তু তা’লেবা’ন সম্পর্কে মানুষের যে ধারণা, তা রা’তারাতি পা’লটে দেওয়া অত্যন্ত কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।
জনগণকে নিরাপত্তা দিতে রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে তা’লেবা’ন। নতুন খবর হচ্ছে, আফ’গানি’স্তানে তা’লেবা’নের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবার কাজে ফিরেছে দেশটির পু’লিশ সদস্যরা। তারা কাবুল বিমা’নবন্দরে তা’লেবা’নের পাশা’পাশি দায়িত্ব পালন করছেন।
পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়, আফ’গানিস্তানের নিয়ন্ত্রণ তালে’বানের হাতে চলে যাওয়ায় দেশটির পু’লিশ সদস্যরা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। এরপর তা’লেবা’ন তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। একই সঙ্গে দেশটির সাবেক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে ক্ষমার আওতায় নিয়ে আসে তারা। আফগান পু’লিশের দুজন কর্মকর্তা জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) তা’লে’বান ক’মান্ডারদের কাছ থেকে টেলিফোন পাওয়ার পর তারা কাজে যোগ দিয়েছেন।