
ইস’রায়েল অধিকৃত পশ্চিম তীরের হেব্রোনের কা’রাগার থেকে ছয় ফি’লিস্তিনি পালানোর ঘটনায় এবার মুখ খুললো অন্যতম ইস’লামপন্থী সংগঠন হামাস। তারা বলছে, ইস’রায়েলি কারা’গারের কঠোর নিরাপত্তার মধ্যেও ফি’লিস্তিনি বন্দীদের পলায়ন দেশটির সামরিক সম্মানে আঘাত করেছে।
এক বিবৃতিতে মুখপাত্র ফওজি বারহুম বলেন, পালিয়ে যাওয়া চার ফিলিস্তিনি কা’রাবন্দীকে আবারো আ’টক করার ঘটনা হলো ইসরা’য়েলের আধিপত্যের বিরুদ্ধে অবিরত সংগ্রামের একটি ধাপ। এ ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে স্বাধীনতার আশা বাড়িয়েছে।
এদিকে, সুড়ঙ্গ খুঁড়ে ইসরা’য়েলের একটি সুরক্ষিত কা’রাগার থেকে পালিয়ে যাওয়া ৬ ফিলি’স্তিনির মধ্যে আরও দুইজনকে ধরে ইস’রায়ে’ল। দেশটির পুলিশের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে। শনিবার নাজারেথ শহরের কাছে একটি আরব গ্রাম থেকে এই দু’জনকে ধরা হয়। তারা একটি ট্রাক পার্কিং লটে লু’কিয়ে ছিলেন।
তাদের ধরার কয়েক ঘণ্টা আগেই আরও দুই ফি’লিস্তিনি ধরা হয়, তারাও পালিয়েছিলেন। গত সোমবার ৬ ফিলি’স্তিনি তাদের কারাকক্ষের মেঝেতে করা গর্ত দিয়ে পালিয়ে যান। এ ঘটনা অনেক ফিলিস্তিনিকে উল্লসিত করলেও ইস’রায়েল কর্তৃপক্ষ বেশ বিব্রত হয়। সূত্র : ডেইলি সাবাহ।