করোনার রেকর্ডের মধ্যেই উল্টো পথে ভারত !
প্রায় প্রতিদিনই করো’নার বিশ্বরেকর্ড স্থাপিত হচ্ছে ভারতে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করো’না আ’ক্রা’ন্ত হিসেবে শনা’ক্ত হয়েছে ৯৭ হাজার ৫৭০ জন। আর মা’রা গেছে ১ হাজার ২০১ জন। করো’নার এই রেকর্ডের মধ্যেই ভারতে অনুষ্ঠিত হচ্ছে একের পর এক ভর্তি পরীক্ষা।
বিশ্লেষকরা বলছেন, করো’না সং’ক্রম’ণের রেকর্ডের মধ্যেই এই পরীক্ষাগুলো হচ্ছে উল্টো পথে চলার শামিল। এতে করে সং’ক্রম’ণ আরও বাড়বে। গত সপ্তাহে ভারতে অনুষ্ঠিত হয়েছে বহু বিতর্কিত জেইই অর্থাৎ সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা।
আর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিক্যালে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। করো’নার মধ্যে এই পরীক্ষা আয়োজন নিয়ে প্রতি’বাদে শামিল হয়েছিলেন পরীক্ষার্থীদের একাংশ।
এ নিয়ে আইনি ল’ড়াই গড়ায় সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতেই অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষাগুলো। এতে অংশ নিচ্ছে কয়েক লক্ষ পরীক্ষার্থী। ফলে আগামী দিনগুলোতে সং’ক্রম’ণ কমার বদলে উল্টো কয়েক গুণ বেড়ে যাবে বলে আ’শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।