করোনায় আগের সব রেকর্ড ভাঙল ভারতে!
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ভয়াবহ রুপ নিয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬ হাজারের বেশী আক্রান্ত হয়েছেন। পৃথিবীর কোনো দেশেই একদিনে এত সংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার রেকর্ড নেই।
করোনায় একদিনে ভারতে মারা গেছেন ১২০৯ জন। আর আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫৫১ জন। এর মধ্য দিয়ে দেশটিতে আক্রান্ত ছাড়াল ৪৫ লাখ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৬২ হাজার ৪১৫ জন।
আর মা’রা গেছেন ৭৬ হাজার ২৭১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৫ লাখ ৪২ হাজার ৬৬৪ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আক্রান্তের সংখ্যা আরও বেশী। শুক্রবার সকালের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয় ৯৬ হাজার ৭৬০ জনের যা দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড। একই সময়ে ১ হাজার ২১৩ জনের মৃ’ত্যু হয়েছে যা এখন পর্যন্ত সর্বাধিক।
আরো পড়ুন: চট্টগ্রামে আরও ৫৩ জন করোনা আক্রান্তগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ৫৩ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৭৫০ জন। এইদিন করোনায় কেউ মৃ’ত্যুবরণ করেনি।
বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এতে চবিতে ১১জন,বিআইটিআইডিতে ১৬জন, চমেক ল্যাবে ১৬জন এবং সিভাসু ল্যাবে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।