চেইন্নাইয়ের বিপক্ষে ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান; খেলাটি লাইভ দেখুন
শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট লড়াই। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে বোলিংয়েরর সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। এ ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর আবারও ২২ গজে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
করোনা ভাইরাসের কারণে বেশ কয়েক মাস পিছিয়ে শুরু হয়েছে জনপ্রিয় এ টি-টুয়েন্টি লিগ। এছাড়া ভারতের পরিবর্তে আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। করোনা পরিস্থিতির মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ায় টুর্নামেন্টে এসেছে ব্যাপক পরিবর্তন।
সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। ফলে ফাঁকা গ্যালারিতে খেলতে নামবে দলগুলো। এছাড়া হয়নি কোনো উদ্বোধনী অনুষ্ঠান। বাউন্ডারির পাশে কোনো চিয়ারলিডারও দেখা যাবে না। আইপিএল লাইভ ওয়াচ এখানে (বিনামূল্যে): লাইভ