
অনেকে তাকে সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন। তুলনা করলেই যে বাবর আজম বিরাট কোহলি হয়ে যাবেন তা তো না। তবে বাবর নিজেকে নতুন করে চেনাচ্ছেন প্রতিনিয়ত।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার পর বাবর আজম টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে রয়ে যান সেখানে। খেলছেন সামারসেটের হয়ে। চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলেছেন ৫টি ম্যাচ। এর মধ্যে বুধবার গ্ল্যামারগানের বিপক্ষে ৬২ বলে খেলেছেন ১১৪* রানের দুর্দান্ত এক ইনিংস।
তাতেই জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ হাজার রান করা ব্যটসম্যানদের তালিকায়। ১৫০ (১৪৫ ইনিংস) টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে ৪২.৯৪ গড়ে করেছেন ৫ হাজার ১১০ রান। এছাড়া পাকিস্তানের হয়ে খেলেছেন ৪১ টি ম্যাচ। ৪৯.৯৩ গড়ে করেছেন ১ হাজার ৫৪৮ রান।
বাবর এই তালিকায় ৩ নম্বরে রয়েছেন বর্তমানে। এক নম্বরে আছেন ইউনিভার্স বস খ্যাত ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। গেইল ১৩২ ইনিংসে পূর্ণ করেছিলেন ৫ হাজার রান, শন মার্শের লেগেছিল ১৪৪ ইনিংস। চার নম্বরে থাকা অ্যারন ফিঞ্চ ১৫৯ ও মাইকেল ক্লিংগারের লেগেছিল ১৬২ ইনিংস।
Be the first to comment