
প্রথমবাবের মতো যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান। আজ রোববার থেকে বাকুতে এ মহড়া শুরু হবে, যা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। বিষয়টি গতকাল শনিবার নিশ্চিত করেছেন আজা’রবাই’জানের প্রতিরক্ষামন্ত্রী জাকির হাসানভ।
রয়টার্স জানায়, দেশ তিনটির মধ্যে ইতিহাস সৃষ্টির এই মহড়ার নাম দেয়া হয়েছে ‘থ্রি ব্রাদার্স-২-২১’। দেশগুলোর বিশেষ বাহিনীর মধ্যে সহযোগিতা আরো বাড়াতে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন তিন দেশের সেনারা।
এর আগে চলতি বছর আ’জারবাই’জানের রাজধানী বাকুতে যৌথ সামরিক মহড়া দিয়েছিল তুর’স্ক ও আ’জারবাইজান। সে সময় উভয় দেশের বিপুল সংখ্যক সেনা এই মহড়ায় অংশ নেয়। তারা নিজেদের মধ্যে বিভিন্ন কৌশল নিয়ে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করে।