বাংলাদেশের বিশেষ স্কোয়াড ঘোষণা
ক’রোনা টেস্ট করিয়ে আগামীকাল (রোববার) থেকে মিরপুর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জড়ো হচ্ছে টাইগার ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে স্কিল ট্রেনিং ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। আর সেই ক্যাম্পের জন্যে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্কিল এই ক্যাম্পে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান, সৈয়দ খালেদ আহমেদ। এছাড়া আছেন ক’রোনা আ’ক্রান্ত হওয়া সাইফ হাসানও।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ। এক সপ্তাহের এই ক্যাম্পে মোট ৬ দিন চলবে অনুশীলন। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
স্কিল ক্যাম্পের ২৭ সদস্যের স্কোয়াডঃ মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হসেন সৈকত, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন ও সাইফ হাসান।