বিআইডব্লিউটি কোটি টাকার তেল পুড়িয়ে দায় চাপাচ্ছে প্রকৃতির ওপর
ড্রেজিংয়ে আরো কোটি টাকার তেল পুড়িয়ে দুদিনেও ফেরি সচল রাখা যায়নি। নাব্য সঙ্কটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধে হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে। আর বিআইডব্লিউটিএ আবারও দায় চাপাচ্ছে প্রকৃতির ওপর। সাবেক নৌ-পরিবহনমন্ত্রীর মতে, বিকল্প আরেকটি চ্যানেল চালু রাখা গেলে ফেরি চলাচল বন্ধ হবে না।
দীর্ঘ ড্রেজিং করে ৯ দিন বন্ধ থাকা ফেরি শুক্রবার বিকেলে সচল করা হয়। রাতে বন্ধ দিনে চালু পদ্ধতিতে চলা ফেরি ফের রোববার দুপুরে বন্ধ হয়ে যায়। এতে বিড়ম্বনায় পড়া হাজার হাজার যাত্রী ও চালক ড্রেজিং নিয়েই প্রশ্ন তুলেছেন।
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি’র মতে, বিকল্প আরেকটি চ্যানেল চালু রাখা গেলে ফেরি চলাচল বন্ধ হবে না। দিনরাতে ড্রেজিংয়ে কোটি টাকা খরচের পরও বিআইডব্লিউটিএ সহকারী প্রকৌশলী হাসান আহমেদ সবকটি চ্যানেল বন্ধের দায় চাপালো প্রকৃতির উপরই। শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি সাড়ে নয় কিলোমিটার নদী পথ। নাব্য সঙ্কট মাত্র এক কিলোমিটার পথের।