ভারতের লোকসভায় করোনার হানা
ভারতের লোকসভার ১৭ জন সাংসদ করো’নায় আ’ক্রা’ন্ত। সোমবার (১৪ সেপ্টেম্বর) খবর প্রকাশ করেছে এনডিটিভিসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। লোকসভার বর্ষা অধিবেশন শুরুর মধ্যেই করোনা আ’তঙ্ক ছড়িয়ে পড়েছে সাংসদদের মধ্যে। তাদের বাধ্যতামূলক করো’না পরীক্ষায় পাঠানো হলে পজিটিভ আসে।
এরই পরিপ্রেক্ষিতে ১৩ এবং ১৪ সেপ্টেম্বর তাঁদের নমুনা সংগ্রহ করে জরুরিভিত্তিতে পরীক্ষা করা হয়। প’জিটিভ রিপোর্ট আসা সাংসদদের মধ্যে বেশিরভাগ বিজেপির। দলের ১২ জন সাংসদের শরীরে করো’নার জী’বাণু প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া ওয়াইএসআর কংগ্রেসের দু’জন এবং শিবসেনা, ডিএমকে ও আরএলপি-র একজন করে সাংসদের রিপোর্ট প’জিটিভ আসে। কোভিড ঊনিশে আক্রান্ত সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দিয়েছিলেন কিনা বিষয়টি নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অধিবেশন কক্ষের ভেতরেও করোনা সংক্রমণ এড়াতে দূরত্ব মেনে বসার ব্যবস্থা রয়েছে সাংসদদের জন্য। করো’না সং’ক্রম’ণের জন্য এবার বর্ষা অধিবেশনের সময়ও কমিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেককেই করো’না পরীক্ষা বাধ্যতামূলক।