
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার এফসিডিতে ছিল নায়ক-নায়িকাদের মিলনমেলা। অনেক শিল্পীই দীর্ঘদিন পর তাদের প্রিয় এফডিসিতে এসেছেন। তারা ভোট দিতে এসে বেশ স্মৃতিকাতর হয়ে পড়েন। অন্যান্য তারকাদের মতো জায়েদ খানও নিজের ভোটটি দিয়েছেন এবং রাতে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।
এ সময় জায়েদ খান বলেন, ‘সবাই ভালোবাসা দিবেন। গুজব বিশ্বাস করবেন না। ফেসবুকে, ইউটিউবে আমাকে যত খারাপভাবে উপস্থাপন করা হয়, মানুষ হিসেবে আমি এত খারাপ না।’ তিনি আরও বলেন, ‘কাছে আসলে বুঝতে পারবেন আমি ভালো না খারাপ। আপনাদের সবার জন্য ভালোবাসা। সবার জন্য শুভ কামনা। আমার জন্য দোয়া করবেন।’
এর আগে গতকাল শুক্রবার সকাল ৯টা ১৬ মিনিট থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা ১৬ মিনিট পর্যন্ত। সকাল থেকেই শিল্পীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে বিএফডিসি। একে একে ভোটাররা হাজির হয়েছেন। মোট ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন।