সাদেক বাচ্চুর মৃ’ত্যুতে যা বললেন অমিত হাসান
চলে গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু। করোনায় আক্রান্ত হয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না-লিল্লাহ….. রাজিউন।
তার মৃ’ত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বরেণ্য এই অভিনেতাকে হারিয়ে শোক প্রকাশ করছেন তার ভক্ত ও অনুরাগীরা।অভিনেতা অমিত হাসান ব্যক্তিগত কাজে তিনি ছিলেন ঘরের বাইরে। অনলাইন থেকেও দূরে। খবরটি পাননি তখনও যে সাদেক বাচ্চু নেই।
এ প্রতিবেদকের কাছে খবর শুনেই অবিশ্বাসের গলায় বললেন, ‘কখন! চলেই গেলেন তবে। হায় বাচ্চু ভাই। কী চমৎকার মনের একজন ভালো মানুষ। তার স্মৃতিচারণ করে অমিত বলেন, ‘আমার ক্যারিয়ারে বহু বহু কাজ তার সঙ্গে করেছি।
বাচ্চু ভাই অভিভাবক ছিলেন। আমি মিশেছি তার সঙ্গে ছোট ভাইয়ের মতো। তিনি ছিলেন আমার আত্মার আত্মীয়। সিম্পল জীবনযাপন ছিলো তার। অহমিকতা, দম্ভ দেখিনি কোনোদিন। তার সঙ্গে এত এত স্মৃতি, কোনোদিন এসব ভোলা যাবে না। আল্লাহ বাচ্চু ভাইকে বেহেস্ত নসীব করুক।