সিরিজে সমতায় ফিরতে টস জিতেছে ইংল্যান্ড
১ম ম্যাচ জয়ের পর ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে আজ সিরিজ জয় নিশ্চিতের মিশনে নেমেছে অস্ট্রেলিয়া। অপরদিকে স্বাগতিক ইংল্যান্ডের লক্ষ্য সিরিজে টিকে থাকা। এমন সমীকরণের ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান।
ইংল্যান্ড একাদশে এসেছে দুই পরিবর্তন। বিশ্রাম পেয়েছেন গতি তারকা মার্ক উড, ট্যাকটিকাল কারণে বাদ পড়েছেন মইন আলি। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন স্যাম কারেন ও টম কারেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে অজিরা। ১ম ম্যাচের ন্যায় এই ম্যাচেও একাদশে নেই স্টিভ স্মিথ। ১ম ম্যাচের আগে অনুশীলনে মাথায় আঘাত পেয়েছিলেন স্মিথ, পরে অবশ্য দুদফা কনকাশন টেস্টে উতরে গিয়েছিলেন।
স্মিথের না থাকা প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে- ‘স্টিভ দুই কনকাশন টেস্টেই পাশ করেছে। তবুও আমরা তাকে বিশ্রাম দিয়েছি বাড়তি সতর্কতাশত। এটা আমাদের ক্রিকেটারদের প্রতি উচ্চপর্যায়ের যত্নশীলতার উদাহরণ।’
অস্ট্রেলিয়া একাদশ- অ্যারন ফিঞ্চ (.অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, মারনাস লাবুশেইন, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (সহ অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
ইংল্যান্ড একাদশ- জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), স্যাম বিলিংস, ক্রিস ওকস, স্যাম কারেন, টম কারেন, আদিল রশিদ ও জফরা আর্চার।