সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতলো ইংল্যান্ড
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় ওয়ানডে জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। তাই তিন ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। আর সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এর আগে সাউদাম্পটনে প্রথম ম্যাচে ১৯ রানে জয় পায় অ্যারন ফিঞ্চের দল।
দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নিতে পারত অসিরা। নিজেদের দোষেই ২৪ রানে হারে তারা। এই জয়ে সিরিজে ১-১ সমতা আনতে পারে ইংল্যান্ড। এই ম্যাচে ফিরছেন অজি তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত রাখা হয়নি তাকে। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। অন্যদিকে টম কুরানকে বাদ দিয়ে উডকে একাদশ নিয়েছে স্বাগতিকরা।
প্রসঙ্গত যে, ২০১৫ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল তারা। এরপর দুবার ইংল্যান্ডের বিপক্ষে খেললেও, দুটি সিরিজই হারে অসিরা। ২০১৮ সালে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশঃ ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক),মার্কাস স্টয়নিস , মার্নাস ল্যাবুশেন, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড। ইংল্যান্ড একাদশঃ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটরক্ষক), স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, জফরা আর্চার।